শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ ষষ্ঠ পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের নীলাকাশে সাদামেঘ চলে ভেসে
পূরব গগনে রবি উঠে,
গাঁয়ের পথের বাঁকে ফুলবনে ফুলশাখে
টগর বকুল ফুল ফুটে।
সোনালী কিরণ ঝরে অজয়ের নদীচরে
দুইধার ভরা কাশ ফুলে,
নয়ন দিঘির ঘাটে দুপুরে সাঁতার কাটে
ছেলেরা শালুকফুল তুলে।
জল নিয়ে যায় বধূ মাথায় ঘোমটা শুধু
পরনে আলতা পেড়ে শাড়ি,
নদীঘাটে স্নান সেরে দ্রুতপদে ঘরে ফেরে
রাঙাপথ ধরে আসে বাড়ি।
অবশেষে পড়ে বেলা মাঠে ফুটবল খেলা
চাষীরা আসে আপন গাঁয়ে,
দিনশেষে সাঁঝ হলে, ঘরে ঘরে দীপ জ্বলে
নামে আঁধার পথের বাঁয়ে।
মন্দিরে কাঁসর বাজে ঢাক বাজে ঢোল বাজে
দুর্গাপূজা আর দেরি নাই,
পূর্ণিমার চাঁদ উঠে একে একে তারা ফুটে
বাজে দূরে সাঁঝের সানাই।
শরতের শুভ শুভেচ্ছা প্রিয় কবি মি. ভাণ্ডারী।
বাহ্ সুন্দর