মৌনতা শব্দ ভাঙে

এক বিকেলে পৃথিবীর সব ঘাস শিশিরে ঢেকেছে
এক রাত্রে চোখের জলে নীল সমুদ্র বয়ে গেছে,
এক সকালের আকাশ ছিল
একটু বেশি অন‍্যরকম সোনালী :
তুমি জান কি ?
মধ‍্য দুপুর তোমার দীর্ঘ অপেক্ষায় থেকে বিরামহীন কেঁদেছে ;
তাকে তুমি শ্রাবণ মেঘের বৃষ্টি বলো
আসলে সে একাকিত্বের বিষাদ ক্লান্ত
কিম্বা আকাশের বৃষ্টির ঘ্রাণ !
রাতের নিদ্রা স্বপ্নে তুলে রেখেছ গোপন গোলাপ স্পর্শ।

4 thoughts on “মৌনতা শব্দ ভাঙে

  1. 'আসলে সে একাকিত্বের বিষাদ ক্লান্ত
    কিম্বা আকাশের বৃষ্টির ঘ্রাণে
    রাতের নিদ্রা স্বপ্নে তুলে রেখেছে গোপন গোলাপ স্পর্শ।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।