চিরহরিৎ এর সৎকার কার্য

পরিপূর্ণ ঘুম আসে না
শুধুই এপাশ ওপাশ
আঁৎকে উঠি স্বপ্ন দেখে
ম্যানহোলে বন্ধুর লাশ

মানুষ কসাই
কসাই মানুষ
একই সুতায় দেখি
স্বাধীন জীবন কোথায় পেলাম
আসলে সব মেকি

বুদ্ধিধরা বুদ্ধো মানুষ
শুধুই কথার ঝাল
চিরহরিৎ এর রক্তে দেখি
রাজপথটা লাল

ধর্ম আর রাজনীতি
একই সুতায় গাঁথা
পচে যাওয়া বকধার্মিক
তিনিই দলের মাথা

ঝাপসা চোখে যেদিক তাকাই
অজগরের বাস
ইদুর ছানাই টোপ হয়ে যায়
মুদ্রার এপাশ আর ওপাশ

কলি আমার ফুল হলো না
কীট কাটে তার বোটা
চিন্তা টাকে ঘুরিয়ে দিতে
চায় রক্তের ফোটা

মন্ত্রীরা খুব যন্ত্র এখন
ডিজেল গ্যাসে চলে
প্রাতঃকালীন বিচার কার্য্য
শ্রীযুক্তাদের দুর্বোধ্য পর্দা তলে

থাক ঘুমিয়ে চিরতরে
মোর পাঁজরের হাড়
তোদের জন্যই আমার দেশ
আমার অহংকার।

7 thoughts on “চিরহরিৎ এর সৎকার কার্য

  1. চিরহরিৎ এর সৎকার কার্য ___ অসাধারণ এক কবিতায়ি শিরোনাম কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারেনি এই কথাটি অনেক পুরাতন।  বলা যায় আমাদেরকে নতুন করে স্বাধীনতা আনতে হবে। স্বাধীনতা ছাড়া কোন জাতি সুন্দরভাবে জীবন-যাপন করতে পারেনা ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে না সুন্দর জীবন উপভোগ করতে পারেনা সুন্দর সময় গুলো সুন্দর মানুষের সাথে বন্টন করতে পারেনা স্বাধীনতা ছাড়া এসব কিছুই বেখেয়াল।  তাই আমরা জানা-অজানায় স্বাধীনতার দ্বারস্থ হয়ে ফরিয়াদ জানাই।স্বাধীনতা কি শুধুই স্বাধীনতা? স্বাধীনতা শুধু স্বপ্ন না এটা বাস্তব।স্বাধীনতা অর্জন করতে গেলে অবশ্যই স্বাধীনতা কে উন্মুক্ত করতে হবে। আমরা কিসের স্বাধীনতা অর্জন করেছি। আমরা সেটা আজও বোধোদয় করতে পারিনি অনুভব করতে পারিনি বলেই আমাদের চারপাশের জীবন-যাপন নরকের মত লাগে।  অনেক চমৎকার লিখেছেন শুভকামনা ভাল থাকুন সব সময়

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় এমন অসাধারণ মন্তব্য করার জন্যhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।