কষ্টরা পাখা মেলে আকাশের নীলে
বেদনার রংধনু রয় নিস্তব্ধ চাঁদ ঘিরে!
শরৎ রাতের ঝরা জ্যোৎস্না ;
পোড়া মনে এ ব্যথা সয় না।
মেঘের ফাঁকে আলোছায়ার খেলা
ভুলে যেতে চাইলেই ভোলা যায় না।
সবুজ মাঠে স্নিগ্ধ অনিলের ঢেউ
কষ্টরা ছাড়া আজ পাশে নেই কেউ!
ব্যথা নিরাশা শূন্য অন্ধকারে ;
জোনাকিরা সাথী হয়ে জাগে নিশীথে।
সময়ের ঝরাপাতা হলো অভিশপ্ত
না বলা কত কথা রয়ে যায় সুপ্ত
লুণ্ঠিত হৃদয়ের দুঃখবিলাস
শূন্যে খুঁজে আদি অভিলাষ।
10 thoughts on “দুঃখ বিলাস”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুন লিখেছেন প্রিয়
বেশ ভালো লাগল।
অজস্র ধন্যবাদ।
নিঃসন্দেহে সুন্দর কবিতা। অভিনন্দন কবি।
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি।
লুণ্ঠিত হৃদয়ের দুঃখবিলাস
বাহ্ কবি দা বাহ্
হার্দিক ধন্যবাদ
খুবই অর্থবহ প্রকাশ।
ধন্যবাদ নিরন্তর
শূন্যে খুঁজি আদি অভিলাষ! চমৎকার! শুভকামনা থাকলো কব।।
নিরন্তর ভালোবাসাজানবেন কবিবর