দুঃখ বিলাস

কষ্টরা পাখা মেলে আকাশের নীলে
বেদনার রংধনু রয় নিস্তব্ধ চাঁদ ঘিরে!
শরৎ রাতের ঝরা জ্যোৎস্না ;
পোড়া মনে এ ব্যথা সয় না।
মেঘের ফাঁকে আলোছায়ার খেলা
ভুলে যেতে চাইলেই ভোলা যায় না।
সবুজ মাঠে স্নিগ্ধ অনিলের ঢেউ
কষ্টরা ছাড়া আজ পাশে নেই কেউ!
ব্যথা নিরাশা শূন্য অন্ধকারে ;
জোনাকিরা সাথী হয়ে জাগে নিশীথে।
সময়ের ঝরাপাতা হলো অভিশপ্ত
না বলা কত কথা রয়ে যায় সুপ্ত
লুণ্ঠিত হৃদয়ের দুঃখবিলাস
শূন্যে খুঁজে আদি অভিলাষ।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

10 thoughts on “দুঃখ বিলাস

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি।    

  1. শূন্যে খুঁজি আদি অভিলাষ! চমৎকার! শুভকামনা থাকলো কব।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।