পরিসীমা

শৈশবে তুই রংবেরঙ ফুল
কৈশোরে হও নিটোল দীঘির জল
বয়স সন্ধি চপলা এক নদী
মনের কথা কার কাছে কই বল।

যখন তখন ঝরনার হাসি হেসে
গড়িয়ে পরিস পাথর গুলোর গা’এ
পাথর বুকে কতটা জল ধরে!
চল ভেসে যাই
আমার ছোট নাও’এ

একটা আকাশ বুকে নিয়ে
চোখের কোনে মেঘ
সবুজ বনে দাবানল হয়
ঘার ঘুরিয়ে দেখ।

চোখ ঘুরিয়ে দেখনা চেয়ে
উদাস হাওয়ায় মন
প্রেম উড়িয়ে মন খুঁজি চল
মাতাল সমীরণ।

একলা সময় যাচ্ছে কেটে
দিনে এবং রাতে
ভাবছি চুলে জট পাকাবো
বট বৃক্ষের সাথে।

3 thoughts on “পরিসীমা

  1. শব্দনীড়ে আপনার সরব পদচারনায় আনন্দিত হলাম প্রিয় কবিবন্ধু খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. খুব সহজে সরল সুন্দর আপনার কবিতার বুনন প্রিয় মন দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।