একটা আকাশ নীল ছুঁয়ে দেখি
মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি!
অনুভবে অনুসরে বাতাস ঘ্রাণে-
হলো বুঝি একটা কিছুর সৃষ্টি।
আগলে রাখা মনপুষা স্মৃতিগুলি
শ্রাবণ দিনের কতখানি কৃতি;
এতোটুকু ফাল্গুন বেলার আগুন-
জ্বলছে দাবানলে ক্ষতখানি দেখি;
অথচ আমার মেঘ শূন্য আকাশ
গায়ে চড়ে মৃদু শিহরণে বাতাস-
এখনো শুধু বিষণ্নতায় মানছে না-
এ ঝর্ণাধারা নদী, শুক্র শনি রবি।
২৭ আশ্বিন ১৪২৬, ১২ অক্টোবর ২০
————————————–
মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি! _ অসামান্য উপমা। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি কবি।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
"মেঘ শূন্য আকাশ "শিরোনামের কবিতাটি পড়লাম চমৎকার প্রকাশ কবি। একটা আকাশ নীল ছুঁয়ে দেখি
মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি!
জাস্ট মুগ্ধ আমি। সরকার দাদা।এই শিরোনামের একটা কবিতা আমারও লেখাআছে। এত ভাল হবে না আমার কবিতাটি। শুভ কামনা।
আপনার ঐকবিতা পড়েছি কি মনে নাই
মুগ্ধকর লেখন
ধন্যবাদ মহী দা
অসাধারণ লিখেছেন দাদা। শুভকামনা থাকলো।
জ্বি প্রিয় কবি নিতাই দা অশেষ ধন্যবাদ জানাই
খুব জটিল ভাবনাময় লেখা কবিবাবু
জ্বি রিয়া দিদি অশেষ ধন্যবাদ জানাই
ভালোলেগেছে, শুভকামনা নিরন্তর প্রিয়কবি।
জ্বি কবির দা অশেষ ধন্যবাদ জানাই