মেঘ শূন্য আকাশ

একটা আকাশ নীল ছুঁয়ে দেখি
মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি!
অনুভবে অনুসরে বাতাস ঘ্রাণে-
হলো বুঝি একটা কিছুর সৃষ্টি।

আগলে রাখা মনপুষা স্মৃতিগুলি
শ্রাবণ দিনের কতখানি কৃতি;
এতোটুকু ফাল্গুন বেলার আগুন-
জ্বলছে দাবানলে ক্ষতখানি দেখি;

অথচ আমার মেঘ শূন্য আকাশ
গায়ে চড়ে মৃদু শিহরণে বাতাস-
এখনো শুধু বিষণ্নতায় মানছে না-
এ ঝর্ণাধারা নদী, শুক্র শনি রবি।

২৭ আশ্বিন ১৪২৬, ১২ অক্টোবর ২০
————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “মেঘ শূন্য আকাশ

  1. মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি! _ অসামান্য উপমা। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. "মেঘ শূন্য আকাশ "শিরোনামের কবিতাটি পড়লাম চমৎকার প্রকাশ কবি।                একটা আকাশ  নীল ছুঁয়ে দেখি 

    মেঘ গুড় গুড় কৃষ্ণচূড়া বৃষ্টি!

    জাস্ট মুগ্ধ আমি। সরকার দাদা।এই শিরোনামের একটা কবিতা আমারও লেখাআছে। এত ভাল হবে না আমার কবিতাটি। শুভ কামনা।

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা অশেষ ধন্যবাদ জানাই

  3. ভালোলেগেছে, শুভকামনা নিরন্তর প্রিয়কবি।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।