স্পর্শ

kobita-1280x720

ও কবিতা, তুমি ঝিনুক হবে ? নাকি সমুদ্র…
তুমি ঝিনুক, আমি
মুক্তা
থাকব আমি তোমার
মাঝে
জানবে না কেউ সে
কথা,
তুমি আমায় এক সমুদ্র জল
দাও-
বেঁচে থাকার জন্য এক মুঠো হলুদ বিশ্বাসের দুঃখ
দাও
সুখ দিও না, সে আমি নিতে পারব না
সুখে আমার অনেক ভয় !
ভয়কে আমার জয় করার ইচ্ছে নেই
সুখকে আমি এড়িয়ে যাই;

হিম হিম বেদনার বিষ বালুতে
ঝিনুক বুকে,
মুক্তা হব বরং আমি
খুব গোপনে…
তোমার মন যমুনার বালুচরে স্মৃতির মলাটে
এটুকুই কেবল
সুখের গল্প…
আছড়ে পড়ে এক সমুদ্র নোনা জলে।

4 thoughts on “স্পর্শ

  1. ও কবিতা, তুমি ঝিনুক হবে ? নাকি সমুদ্র…

    ___ দারুণ প্রকাশ প্রিয় কবি হাসনাহেনা রানু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ও কবিতা, তুমি ঝিনুক হবে ? নাকি সমুদ্র…

    তুমি ঝিনুক, আমি

    মুক্তা

    সত্যি চমৎকার! পাঠে মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।