কোনো এক কারণে
তোমার গালের নিচে থাপ্পড় মারতে ইচ্ছে করে
অথচ সেখানে একটা পছন্দের তিল রেখেছ
হাত চলে না আমার-চোখ যায়
ব্যথার বেদনায় বিষে বিষে চুমু খায় অনুভবের ঠোঁট।
2 thoughts on “কারণ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কোনো এক কারণে
তোমার গালের নিচে থাপ্পড় মারতে ইচ্ছে করে
অথচ সেখানে একটা পছন্দের তিল রেখেছ
হাত চলে না আমার-চোখ যায়
ব্যথার বেদনায় বিষে বিষে চুমু খায় অনুভবের ঠোঁট।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ব্যথার বেদনায় বিষে বিষের চুমু অনুভবের ঠোঁটে। ___ চমৎকার উপমা।
কি রোমান্টিক ভাবনা কবি দা