করোনা কালে সারাবিশ্ব যখন হচ্ছে ছারখার!
তখন এদেশে চলছে লুটপাট ধর্ষণ বলাৎকার!
শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে মানুষ গড়ার কারিকর,
সেই কারিকর হয়েছে শিকারী, করছে ধরপাকর!
এসব খবর যখন জাতীয় পত্রিকায় আসে,
তখন স্বাধীনতা বিরোধীরা মুচকি মুচকি হাসে!
ধর্ষণ বিরোধী আন্দোলনে সরকার যখন সোচ্চার,
তখনও চারদিকে চলছে ধর্ষণলীলা বলাৎকার!
তাইতো দেখি আজ, সদা ভয় সদা লাজ!
শ্লোগানে মুখরিত, ‘ধর্ষণ হলো ঘৃণিত কাজ!’
কেউ বলছে, ‘যতো দোষ ওই নারীদের সাজ!’
তবুও কেউ ভাবছে, ‘বলাৎকার হচ্ছে ফরজ কাজ!’
6 thoughts on “এ-কী কারবার?”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যারা ভাবছেন তারা মারাত্মক ভুল ভাবছে। কিছুই যেন করার নেই।
কথা কবিতায় সত্য তুলে আনবার জন্য আপনাকে ধন্যবাদ কবি মি. নিতাই বাবু।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা থাকলো।
বেশ সচেতনমূলক কাব্যিক কবি দা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা থাকলো।
Very good post
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা থাকলো।