এ-কী কারবার?

538_n

করোনা কালে সারাবিশ্ব যখন হচ্ছে ছারখার!
তখন এদেশে চলছে লুটপাট ধর্ষণ বলাৎকার!
শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে মানুষ গড়ার কারিকর,
সেই কারিকর হয়েছে শিকারী, করছে ধরপাকর!
এসব খবর যখন জাতীয় পত্রিকায় আসে,
তখন স্বাধীনতা বিরোধীরা মুচকি মুচকি হাসে!
ধর্ষণ বিরোধী আন্দোলনে সরকার যখন সোচ্চার,
তখনও চারদিকে চলছে ধর্ষণলীলা বলাৎকার!
তাইতো দেখি আজ, সদা ভয় সদা লাজ!
শ্লোগানে মুখরিত, ‘ধর্ষণ হলো ঘৃণিত কাজ!’
কেউ বলছে, ‘যতো দোষ ওই নারীদের সাজ!’
তবুও কেউ ভাবছে, ‘বলাৎকার হচ্ছে ফরজ কাজ!’

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “এ-কী কারবার?

  1. যারা ভাবছেন তারা মারাত্মক ভুল ভাবছে। কিছুই যেন করার নেই।

    কথা কবিতায় সত্য তুলে আনবার জন্য আপনাকে ধন্যবাদ কবি মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা থাকলো।

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা থাকলো।

       

       

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা থাকলো।

       

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।