ফেরারী তুমি

সীমানায় কাঁটাতার
স্মৃতিতে রক্তক্ষয়
জীবনের পৃষ্ঠে অন্ধকার
চাওয়া-পাওয়ার পরাজয়।

টকটকে জবাফুল আমি
বিবেকের পাঠশালায়
তারা গুনে বেকুব তুমি
প্রেমের ইতিহাস যন্ত্রনায়।

স্বার্থের টানে ছুটছি মোরা
পিষে যত অঙ্গিকার
হারিয়ে কথার অজস্র তারা
তুমি-আমি কে বা কার!

সময় এখন ফেরারী
মিছে সুখ নহরে ডুবে
দুঃখ তাই কান্ডারী
বেদনাময় তরী আবার পাবে।

ফেরারী তুমি অবিশ্বাসে
ভালবাসার বাগান বাড়ীতে
নিদারুন যন্ত্রনা ক্ষনিক নিঃশ্বাসে
উড়িয়ে দিলাম রঙ্গীন ঘুড়িতে।

১৬:২০
২৪/১০/১৬ইং

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

3 thoughts on “ফেরারী তুমি

মন্তব্য প্রধান বন্ধ আছে।