সীমানায় কাঁটাতার
স্মৃতিতে রক্তক্ষয়
জীবনের পৃষ্ঠে অন্ধকার
চাওয়া-পাওয়ার পরাজয়।
টকটকে জবাফুল আমি
বিবেকের পাঠশালায়
তারা গুনে বেকুব তুমি
প্রেমের ইতিহাস যন্ত্রনায়।
স্বার্থের টানে ছুটছি মোরা
পিষে যত অঙ্গিকার
হারিয়ে কথার অজস্র তারা
তুমি-আমি কে বা কার!
সময় এখন ফেরারী
মিছে সুখ নহরে ডুবে
দুঃখ তাই কান্ডারী
বেদনাময় তরী আবার পাবে।
ফেরারী তুমি অবিশ্বাসে
ভালবাসার বাগান বাড়ীতে
নিদারুন যন্ত্রনা ক্ষনিক নিঃশ্বাসে
উড়িয়ে দিলাম রঙ্গীন ঘুড়িতে।
১৬:২০
২৪/১০/১৬ইং
ভালো লাগল কবিতাটি
বেশ বাস্তবতা চিত্র কবি দা
সুন্দর কবিতা।