তোমাকে দেখার সাধ অপূর্ণ

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ,আমি তোমাকে দেখেছি সেদিন তোমার উঠানে, এলো চুলে, তোমার মায়াবী চোখের হরিণি মায়া। তুমি অবরুদ্ধ, তোমার ছল দৃষ্টিসীমায়, তোমার বোবা চাহনি! আমি কত বার তোমাকে ডেকেছি !!

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ, তুমি বিকেলে সন্ধ্যা তারা ফুলের মতো সুবাসিত আলোড়ন, তুমি প্রজাপতির ডানার মতো উজ্জ্বল, তুমি রাজসভা।

যত তোমাকে দেখি তোমাকে দেখার সাধ আমার অপূর্ণ, তুমি সপ্তরঙা ইঁদ্রধনু অখিল, সপ্তডিঙ্গা,
রূপালী জোছনা, তোমাকে ছুঁয়ে যাই অনন্তের ভাবনায়।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

2 thoughts on “তোমাকে দেখার সাধ অপূর্ণ

  1. রূপালী জোছনা, তোমাকে ছুঁয়ে যাই অনন্তের ভাবনায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।