বই পড়ে জ্ঞানী হও

200_n

কেউ কাগজ ছাপায়, কেউ বই তৈরি করে
কেউ বই বিক্রি করে, কেউ বই কিনে,
কেউ বই ছিড়ে ফেলে, কেউ বই পড়ে
কেউ শিক্ষিত হয়, কেউ চোর হয় দিনে-দিনে!
বই পড়ে হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার
কেউ হয় নেতা, কেউ হয় বড় ব্যবসায়ী,
কেউ করে শিক্ষকতা, কেউ করে অহংকার
কেউ হয় মহামানব, কেউ হয় সর্বগ্রাসী!
বই পড়ে হয় জ্ঞানী, হয় শিক্ষিত অজ্ঞানী
কেউ হয় কবি, কেউ হয় বড়ো সাহিত্যিক,
কেউ হয় রাষ্ট্রীয় চোর, কেউ রাতা-রাতি ধনী
কেউ ছড়ায় আলো, কেউ হয় সাংঘাতিক!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “বই পড়ে জ্ঞানী হও

মন্তব্য প্রধান বন্ধ আছে।