কেউ কাগজ ছাপায়, কেউ বই তৈরি করে
কেউ বই বিক্রি করে, কেউ বই কিনে,
কেউ বই ছিড়ে ফেলে, কেউ বই পড়ে
কেউ শিক্ষিত হয়, কেউ চোর হয় দিনে-দিনে!
বই পড়ে হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার
কেউ হয় নেতা, কেউ হয় বড় ব্যবসায়ী,
কেউ করে শিক্ষকতা, কেউ করে অহংকার
কেউ হয় মহামানব, কেউ হয় সর্বগ্রাসী!
বই পড়ে হয় জ্ঞানী, হয় শিক্ষিত অজ্ঞানী
কেউ হয় কবি, কেউ হয় বড়ো সাহিত্যিক,
কেউ হয় রাষ্ট্রীয় চোর, কেউ রাতা-রাতি ধনী
কেউ ছড়ায় আলো, কেউ হয় সাংঘাতিক!
6 thoughts on “বই পড়ে জ্ঞানী হও”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কথা চিত্রে বাস্তবতার একদম সহজ এবং সরল উচ্চারণ।
শুভকামনা থাকলো দাদা।
Right. আপনার জন্য সবসময় শুভ কামনা।
আপনার জন্যও শুভকামনা থাকলো দাদা।
চমৎকার ভাবনা কবি দা
শুভকামনা থাকলো দাদা। আশা করি ভালো থাকবেন।