আমার ৬ষ্ট ইন্দ্রিয় সুখের স্নায়ুতন্ত্রের সকল ইচ্ছে দিয়েই
আমি স্বপ্ন দেখি
মানুষ স্বপ্ন দেখে
সুন্দর সব স্বপ্ন,
স্বপ্ন’র রঙ মেঘের পালকে মোড়ানো রংধনু
কখনো থোকা থোকা কামিনী
কৃষ্ণচূড়ার ঠোঁটে সবুজ রঙ
ধবধবে শাদার মধ্যে গোলাপি রং মাধবীলতা —
নীল কুয়াশায় প্রজাপতি ডানায় রৌদ্রের ঝিলিমিলি।
স্বপ্ন এঁকে যাই আকাশে ধোঁয়া ধোঁয়া মেঘের বুকে —
জ্যোৎস্নার আঁচলে নক্ষত্র’র ফুল ফুটেছে
স্বপ্ন সে তো জীবনের গল্প।
ছোট্ট পাখির চোখে স্বপ্ন আছে
অনন্ত আকাশে উড়বে
হোক সে ছোট পরিসরে,
পাখিরাও মানুষের মত জীবনের অন্যরকম মানে খোঁজে —
শুধু কি মানুষ স্বপ্ন দেখে ?
পাখির চোখে সোনালী আকাশে উড়ন্ত স্বপ্ন ,
ফুল কি স্বপ্ন দেখে ?
হয়তো দেখে , হয়তো না
ফুল ফোটে ফুল ঝরে যায়
এটাই স্বাভাবিক: ফুলের ও বেঁচে থাকার দৃঢ় প্রত্যয়ের স্বপ্ন থাকে —
সবুজ পাতার স্বপ্ন অনিশ্চিত এক জীবনের
শুকনো পাতা ঝরার কান্না বাতাসে উড়ে
নদীর স্বপ্ন সমুদ্রগামী অথৈ স্রোতে ভেসে যাওয়ার…
সমুদ্রের অবাধ বিচরণ এক পৃথিবী থেকে অন্য প্রান্তে,
এটাই সমুদ্রের স্বার্থকতা।
চাঁদ হীন জ্যোৎস্না ভাল লেগেছে কবে কার ;
জীবনের সবুজাভ নিসর্গ উদ্যানে ঝরেছে অঝোরে বৃষ্টির মত প্রিয় বকুল।
বেদনার দীর্ঘ নীরব নীল রাত্রি শেষে
সঘনের পূর্ণ চাঁদ জ্যোৎস্নার আরক ছড়িয়েছে
আকাশের গায়ে মেঘ দুপুরের রৌদ্রে এঁকেছিলাম মুগ্ধতার এক সংসার অরণ্য
সে আমাদের দারুচিনি দ্বীপের স্বপ্ন- ধোঁয়া এক অচেনা দ্বীপ
সংসার স্বপ্ন।
দারুণ স্বপ্ন ময় একটি কবিতা ভাবনার অসাধারণ দৃশ্যায়ন।
চমৎকার শব্দ, অনুষঙ্গ , আর ভাব। ।
অনবদ্য প্রকাশ কবি আপু