তার এক লহমায় নিবিষ্ট আমার সমগ্র জীবন
যার এক এক হাসিতে নিরাময় আমার জরা ভীষণ।
সেই রমণীর চোখের জলে আমার বুকে নামে বাণ উথাল পাতাল
তার একটি চুম্বনে বেঁচে রই আমি প্রাণান্ত প্রেম, অনন্ত কাল।
ওরে… ঝড়ো হাওয়া
ওর কাছে কি আছে তোর আসা যাওয়া?
ওরে নিপুণ পূর্ণিমার উদ্যান
আমার হয়ে তারে দিস অমর্ত্যালোকের সন্ধান।
ঘাস ফুলের নরম ঠোঁটে পৌঁছে দিস প্রসন্ন চুম্বন
হাসিতে যেন তার নিদ্রা টুটে ;
ওরে হেমলক আমার হয়ে দিয়ে আসিস অঞ্জলি ভরা আলিঙ্গন।
হ্যাঁ- রে… ময়না
খবর আনিস নি কেন? নাকি, প্রেয়সী আমার কথা কয় না?
জোছনা তো লজ্জায় ডুবেছে
এতো টা রূপসী প্রিয়তমা আমার, মেঘের আড়ালে চাঁদও লুকিয়েছে।
তার এক আঁচলে ছায়াচ্ছন্ন খরাময় পৃথিবীর বুক
একটি আলিঙ্গনে মোহাচ্ছন্ন সমগ্র জীবন আমার, বিমগ্ন অমিত সুখ!
3 thoughts on “বিমগ্ন অমিত সুখ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবি দা বেশ রোমান্টিক ———–
নিপুন চয়ন । বিমুগ্ধ অবিরাম ।
তার এক আঁচলে ছায়াচ্ছন্ন খরাময় পৃথিবীর বুক
একটি আলিঙ্গনে মোহাচ্ছন্ন সমগ্র জীবন আমার, বিমগ্ন অমিত সুখ!