মহান স্রষ্টাকে যে গালমন্দ করে হাসে,
তাতে মহান স্রষ্টার কী যায়-আসে?
ভুল বুঝে যে ভাঙে দেবতার মূর্তি,
সে কি পায় কবু পাপ থেকে মুক্তি?
যার পাপ সে ভুগে, অন্যে ভুগে না,
কী পাপের সাজা তার, কেউ জানে না!
স্রষ্টার বিচারকার্য শুরু হয় আস্তেধীরে,
সময় হলেই হয় বিচার পাপীকে ঘিরে।
6 thoughts on “স্রষ্টার বিচার আস্তেধীরে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংসার জীবনে এই ই হচ্ছে আমাদের শেষ ভরসার আস্থার বাণী। অপেক্ষা কবি।
হ্যাঁ দাদা, ঠিক তা-ই। শুভকামনা থাকলো।
W লেখা পড়ে ভালো লাগলো।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
চমৎকার ভাবনা কবি দা
সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা সবসময়। ভালো থাকবেন দাদা।