স্রষ্টার বিচার আস্তেধীরে

1228_n

মহান স্রষ্টাকে যে গালমন্দ করে হাসে,
তাতে মহান স্রষ্টার কী যায়-আসে?
ভুল বুঝে যে ভাঙে দেবতার মূর্তি,
সে কি পায় কবু পাপ থেকে মুক্তি?
যার পাপ সে ভুগে, অন্যে ভুগে না,
কী পাপের সাজা তার, কেউ জানে না!
স্রষ্টার বিচারকার্য শুরু হয় আস্তেধীরে,
সময় হলেই হয় বিচার পাপীকে ঘিরে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “স্রষ্টার বিচার আস্তেধীরে

  1. সংসার জীবনে এই ই হচ্ছে আমাদের শেষ ভরসার আস্থার বাণী। অপেক্ষা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা সবসময়। ভালো থাকবেন দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।