বাঁচা

গল্পটি প্রথম থেকেই বেশ উত্তেজক ছিলো
একবার অন্ধকারের উপর আলো
আরেকবার আলোর উপর অন্ধকার
আমি স্বরলিপি ঘাটতে ঘাটতে দেখি
“অ” ছাড়া আর কারো নামে নাই কার..!!
হিসাবটা জলের মতোন একেবারেই সোজা
মৃতদের দুনিয়ায় কোনো আ-কার, ই-কার নেই
বারংবার যারা মরে..তাদের
মাথার উপর পাহাড় সমান মৃত্যুর বোঝা!
তারচেয়ে বরং
মরার মতোন একবার কেবল মরো
বেঁচে যাবে… অনেক বড়ো বাঁচা
যে কাপুরুষ তার সবসময়ই শূন্য থাকে খাঁচা!!

4 thoughts on “বাঁচা

  1. “অ” ছাড়া আর কারো নামে নাই কার..!!
    হিসাবটা জলের মতোন একেবারেই সোজা
    মৃতদের দুনিয়ায় কোনো আ-কার, ই-কার নেই
    বারংবার যারা মরে… তাদের মাথার উপর পাহাড় সমান মৃত্যুর বোঝা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।