অনেক_ধ্বংসের_পরে

দিন দিগন্তে ফিরবে
বিভ্রান্ত চোরাবালি শেষে
পরিষ্কার হচ্ছে পথের দিশা
নাগালে আসছে পৌঁছানোর সম্ভাবনা
নদী ফিরে পাবে গতি
পলিবাহী শরীর টানতে টানতে
ক্লান্ত, দু’দন্ড অবসরের পরে
চূড়ান্ত প্রশান্তি, ডাক দিচ্ছে সময়।

ক্ষয়ে ওঠা রাস্তায় পুনরায় পড়বে
প্রলেপ, বুকের গভীরে যে গর্ত সৃষ্টি
হয়েছিল, তার অন্ত হচ্ছে,
আসছে উপশম কাল।
বৃক্ষ ফিরে পাবে সবুজ, ডালে
ঝরবে পাখির পালক।

আকাশের আমন্ত্রণে মাথা উঁচু
করে সূর্য ভেদ করবে।
ফিরছে মানুষের কাল
দুর্যোগ শেষে বাতাসের সাথে
মিতালি হবে, নিরন্ন সময়ের পরে
পয়মন্ত পথে হাঁটবে মানুষ।

আঁধার ঢেকেছিল মানুষের মুখ
হঠাৎ ধাক্কায় বৃন্তচ্যুত হয়েছিল,
পায়ের নীচে জমিনের অবিশ্বাসী
তাণ্ডবে মানুষ পথ হারিয়েছিল।
দূরবর্তী তীরে দেখা যাচ্ছে ভোরের আলো
তরী ভিড়ছে, ভিড়ছে মানুষের জাগরণে।

1 thought on “অনেক_ধ্বংসের_পরে

  1. দুর্যোগ শেষে বাতাসের সাথে …
    মিতালি হবে, নিরন্ন সময়ের পরে
    … পয়মন্ত পথে হাঁটবে মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।