নিঃশব্দ সমুদ্র

d52ff09_2

সেই যে এক রাতে
শাদা বৃষ্টি নেমেছিল সমুদ্র বুকে
ফেনায়িত সমুদ্র ধুয়ে গেছে ক‍্যামন
বৃষ্টির শব্দে পাড় ভেঙেছে
ভিজেছে আমার শহর, মৌন মন
বৃষ্টি সমুদ্র শহর এক বিন্দুতে মিলেছে
প্রকৃতির বুকে জলছাপের অন‍্য রকম মুখরতা ;
নিসর্গ জনপদ উঠে এসেছিল পথের ভিড়ে
ক্লান্ত ভোর ডুবেছে সমুদ্র বুকে
তখন সমুদ্র নিঃশব্দ
কেউ বলেনি, পবিত্র ভোর আত্মহুতি দিয়েছে
আজ রোদ ভাঙা বিকেল মুছে গেছে
সাজানো দিনের স্বপ্ন থেকে ——
অতঃপর নৈঃশব্দ্যতার রাত ছিঁড়ে জলপাই রোদ এলো ভালবাসার উঠোনে —-
দুঃসময়ের ডানায় চড়ে আবেগ ভেসে গেছে
তখন ও নিঃশব্দ সমুদ্র।

3 thoughts on “নিঃশব্দ সমুদ্র

  1. অতঃপর নৈঃশব্দ্যতার রাত ছিঁড়ে জলপাই রোদ এলো ভালবাসার উঠোনে-
    দুঃসময়ের ডানায় চড়ে আবেগ ভেসে গেছে … তখন ও নিঃশব্দ সমুদ্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।