পাহাড়ের স্নেহ আঁকতে গিয়ে খেই হারিয়ে ফেলি
দিগন্ত বিস্তৃত ক্ষেত, মাঝে মাঝে জলে ডোবা ধানজমি
আর পানের বরজ, আলের পথ পেরিয়ে দেখি পাহাড়।
কোনো ভাষা নেই, চলন নেই, কখনো সখনো ধস নামে।
কিছু বিলাসী বা ঘরহারা মানুষদের পাহাড়ের কোলে বসতি।
দূরে বৃক্ষের পল্লবে পল্লবে আনন্দের কেয়াধ্বনি,
নীলের সুদূর নভে মিলায়, কুসুম রাঙা আকাশ
জলের উপরে ছায়া বিস্তার করে।
6 thoughts on “বসতি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় আপনার শব্দবোধন আমাকে বরাবরই আকৃষ্ট করে প্রিয় কবিবন্ধু। শুভেচ্ছা।
শুভেচ্ছা ও নমস্কার বন্ধু ।
মনোমুগ্ধকর কাব্য I
অনেক ধন্যবাদ ।
বেশ ভাবনাময়
অনেক ধন্যবাদ কবি ।