অতঃপর ধৈর্য

Flower_-1904

জীবনের কিছু সময় কালের গর্তে হারিয়ে যাচ্ছে-
অথচ খোঁজে পাওয়া কিছু বিদ্বেষ শুধু অগ্নিময় সন্ধ্যা;
পুড়েনি দুই একটা আত্মার নির্ঘুম আর্তনাদ-
তবুও জীবনের রাস্তার মোড়ে এত সংশয় অবসাদ;

বিবেক চেয়ে থাকে না-দৃষ্টিপাতে অশ্রু ভেজাই না !
তারপরও ভোর নামে শীতের কুয়াশা শিশির-
ভাবমুখর উত্তাপ মনে দুপুর বেলার ক্লান্তি বিশ্রাম
অথচ পূর্ণিমা চাঁদ যেনো এতটুকু হাতছানি দীর্ঘশ্বাস;

আর কিছু আতর সুরমার ঘ্রাণ লুকোচুরি খেলাঘরে প্রাণ
আট্রহাসির ঠোঁটে নৈঃশব্দের কিছু এলোমেলো গান
যাহা ইতিহাসকে হারমানায় শুধু কলঙ্ক অধ্যায়- অতঃপর
ধৈর্য যেনো জীবনের এক কালজয়ী গর্তের আসমান।

২৯ কার্তিক ১৪২৬, ১৪ নভেম্বর ২০
————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “অতঃপর ধৈর্য

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-

  1. কয়েকটি শব্দকে জড়িয়ে নেয়ায় কবিতার ভাব উজ্জ্বল হয়েছে বলে মনে হলো। একরাশ অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।