তুমি তোমার কোঁকড়ানো চুলকেই জিজ্ঞেস করো,
জিজ্ঞেস করো- তার ঢেউর বাঁকে আমার কতখানি প্রেম!
ললাটের ঐ তিল টাকে জিজ্ঞেস করো
কতটা ঐশ্বরিক চুম্বনে আমি নিবেদন করেছি প্রাণের আকুতি;
অবিশ্রান্তির নৈবদ্যে সারা রাতের মন্ত্র জপ,
তুমি তোমার বুকে হাত চেপে দেখো- কত খানি ভালোবাসায়
বিন্দু বিন্দু করে গড়েছি আমার মনের মন্দির!
3 thoughts on “জিজ্ঞেস করো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অবিশ্রান্তির নৈবদ্যে সারা রাতের মন্ত্র জপ,
তুমি তোমার বুকে হাত চেপে দেখো- কত খানি ভালোবাসায়
বিন্দু বিন্দু করে গড়েছি আমার মনের মন্দির!
Eঅনিন্দ্য সুন্দর লেখা
চমৎকার কবি দা