জিজ্ঞেস করো

hirakli

তুমি তোমার কোঁকড়ানো চুলকেই জিজ্ঞেস করো,
জিজ্ঞেস করো- তার ঢেউর বাঁকে আমার কতখানি প্রেম!
ললাটের ঐ তিল টাকে জিজ্ঞেস করো
কতটা ঐশ্বরিক চুম্বনে আমি নিবেদন করেছি প্রাণের আকুতি;
অবিশ্রান্তির নৈবদ্যে সারা রাতের মন্ত্র জপ,
তুমি তোমার বুকে হাত চেপে দেখো- কত খানি ভালোবাসায়
বিন্দু বিন্দু করে গড়েছি আমার মনের মন্দির!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “জিজ্ঞেস করো

  1. অবিশ্রান্তির নৈবদ্যে সারা রাতের মন্ত্র জপ,
    তুমি তোমার বুকে হাত চেপে দেখো- কত খানি ভালোবাসায়
    বিন্দু বিন্দু করে গড়েছি আমার মনের মন্দির! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।