লেখাপড়া

123953453_32

লেখাপড়ার হয়না কোনও শেষ,
জীবনের শেষপ্রান্তেও পড়া যায় তো বেশ!
জীবন যাঁদের পড়ার মাঝে,
লেখার মাঝেই গড়ে তাঁরা সোনার দেশ!
পড়তে পড়তে হয় বিদ্বান,
লিখতে লিখতে হয় লেখক আর কবি!
তাঁদের লেখাই জেগে ওঠে,
জনতার প্রাণ ও আমার জন্মভূমির ছবি!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “লেখাপড়া

  1. “লেখাপড়ার হয়না কোনও শেষ,
    জীবনের শেষপ্রান্তেও পড়া যায় তো বেশ!” অবশ্য সত্য। শুভেচ্ছা কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কিছুদিন ধরে পারিবারিক ঝামেলায় ছিলাম। তাই মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। দেরি হওয়াতে আন্তরিক দুঃখিত! আশা করি আপনি-সহ প্রাণের শব্দনীড়'র সবাই ভালো আছেন। সবার ভালোর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি। 

       

       

    1. কিছুদিন ধরে পারিবারিক ঝামেলায় ছিলাম। তাই মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। দেরি হওয়াতে আন্তরিক দুঃখিত! আশা করি আপনি-সহ প্রাণের শব্দনীড়'র সবাই ভালো আছেন। সবার ভালোর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি। 

       

       

    1. কিছুদিন ধরে পারিবারিক ঝামেলায় ছিলাম। তাই মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। দেরি হওয়াতে আন্তরিক দুঃখিত! আশা করি আপনি-সহ প্রাণের শব্দনীড়'র সবাই ভালো আছেন। সবার ভালোর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি। 

       

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।