লেখাপড়ার হয়না কোনও শেষ,
জীবনের শেষপ্রান্তেও পড়া যায় তো বেশ!
জীবন যাঁদের পড়ার মাঝে,
লেখার মাঝেই গড়ে তাঁরা সোনার দেশ!
পড়তে পড়তে হয় বিদ্বান,
লিখতে লিখতে হয় লেখক আর কবি!
তাঁদের লেখাই জেগে ওঠে,
জনতার প্রাণ ও আমার জন্মভূমির ছবি!
6 thoughts on “লেখাপড়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“লেখাপড়ার হয়না কোনও শেষ,
জীবনের শেষপ্রান্তেও পড়া যায় তো বেশ!” অবশ্য সত্য। শুভেচ্ছা কবি নিতাই বাবু।
কিছুদিন ধরে পারিবারিক ঝামেলায় ছিলাম। তাই মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। দেরি হওয়াতে আন্তরিক দুঃখিত! আশা করি আপনি-সহ প্রাণের শব্দনীড়'র সবাই ভালো আছেন। সবার ভালোর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি।
সুকোমল মনের ভাবনা ।
কিছুদিন ধরে পারিবারিক ঝামেলায় ছিলাম। তাই মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। দেরি হওয়াতে আন্তরিক দুঃখিত! আশা করি আপনি-সহ প্রাণের শব্দনীড়'র সবাই ভালো আছেন। সবার ভালোর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি।
বেশ জ্ঞাল আলোর কথা কবি দা
কিছুদিন ধরে পারিবারিক ঝামেলায় ছিলাম। তাই মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। দেরি হওয়াতে আন্তরিক দুঃখিত! আশা করি আপনি-সহ প্রাণের শব্দনীড়'র সবাই ভালো আছেন। সবার ভালোর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি।