গৃহ সন্ন্যাস

মৃত্যু ভয়- নির্মাণ শিল্পে পেরেক ঠোকার মতো
ঊর্ধ্বমুখী বাজারের দিনে বাঁধন আলগা হলেও
এবার লকডাউন উঠে গেলে ঠিকই খুঁজে নেবো
মাটির ঘ্রাণ – বাতাবি লেবু – ঝর্ণার গান
আলগা হাতে খুব সহজেই ধরতে পারি জীবন
পৃথিবী ছুঁয়েছে মরণব্যাধি, শোক-তাপ আর জ্বরে
জীবনকে চিনেছে যতো তারও বেশি নিজেকে চিনেছে মানুষ
পাশাপাশি বসে থাকা এই তুমি – আমি
এখন শূন্যতায় হাঁটি- রুদ্ধ দিনে গৃহ সন্ন্যাসী।

3 thoughts on “গৃহ সন্ন্যাস

  1. অসামান্য কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।