মৃত্যুকে মৃত্যু দিয়ে হত্যা করে
ছুটে চলছি নীল জোছনায় অবিরাম,
দিন গুলি আর ফিরে আসবেনা জানি
হারিয়ে যাচ্ছি তাই এই রূপালী বন্যায়।
নক্ষত্রেরা জেগে রয় দীপ জ্বেলে
তাহাদের ফিরে আসার অপেক্ষায়…
মৃত্যুকে মৃত্যু দিয়ে হত্যা করে
ছুটে চলছি নীল জোছনায় অবিরাম,
দিন গুলি আর ফিরে আসবেনা জানি
হারিয়ে যাচ্ছি তাই এই রূপালী বন্যায়।
নক্ষত্রেরা জেগে রয় দীপ জ্বেলে
তাহাদের ফিরে আসার অপেক্ষায়…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা কবি মি. রোমেল আজিজ।
বেশ ভাবনা কবি দা
বাহ্! অসাধারণ প্রকাশ l