আজব দুনিয়া

med

এই দুনিয়ায় রাহাজানি
লেগেই আছে হানাহানি
চারিদিকে দেখি,
পরের ভালো দেখলে পরে
জ্বলে পুড়ে যায় যে মরে
কেনো এমন সেকি !

এই ভবেতে অনেক আছে
দিন এনে সে দিনে বাঁচে
কেবা রাখে সে খোঁজ,
এসব খবর কাগজে পাই
ধুঁকে মরে জানি সবাই
দেখি সে যে হর রোজ।

বন্ধু ভাবি যখন যারে
টানি মোরা বুকে তারে
দেয় যে শেষে ফাঁকি,
যতো সময় গড়িয়ে যায়
স্বার্থ খুঁজে শুধু যে হায়
ঝরে তখন আঁখি।

কথা বলে মধুর স্বরে
উনিশ বিশ সে হলেই পরে
চিনতে তারে পারি,
তখন আর যে রয় না মানুষ
হারিয়ে তার মানবিক হঁশ
হয় সে নির্দয় ভারি।

স্বরবৃত্ত: ৪+৪ / ৪+৪ / ৪+২

3 thoughts on “আজব দুনিয়া

  1. বন্ধু ভাবি যখন যারে
    টানি মোরা বুকে তারে
    দেয় যে শেষে ফাঁকি,
    যতো সময় গড়িয়ে যায়
    স্বার্থ খুঁজে শুধু যে হায়
    ঝরে তখন আঁখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।