এখনকার দিনগুলো বড় অসহায়
কোন চঞ্চলতা নেই- নেই কোন দুরন্তপনার
একজেদি বিকালের খেলাধুলার মাঠ!
সবই জানি বয়সের কাছে হারমানো দিন;
শ্যাওলাতে পরে নয় উঠানে দ্বার কিংবা রাস্তা
তবুও রঙিন চশমা জেনো জল জল করে।
অনুভবের দিনগুলোর ইচ্ছাডানার উড়েযেতে চায়
নীলাকাশে কিংবা সবুজ চিনাজানা গাঁয়ের
মেঠোপথ কিন্তু কথায় জানি অবরুদ্ধ করা দিন
খুলা জানালা দক্ষিণা দ্বারে ফিরে যেতে চাই
অথচ সময়ের তানবাহানা বড় দুষ্টুমির খেলা করে
অতঃপর একলা হয়ে যাচ্ছে কিছু দিনগুলো।
১৩ অগ্রহায়ণ ১৪২৬, ২৮ নভেম্বর ২০
————————————
সৌন্দর্যময় কথামালা ।
ধন্যবাদ মহী দা
নীলাকাশে কিংবা সবুজ চেনাজানা গাঁয়ের মেঠোপথ
কিন্তু কোথায় জানি অবরুদ্ধ করা দিন।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা