দিনগুলো

maxresdefault-4

এখনকার দিনগুলো বড় অসহায়
কোন চঞ্চলতা নেই- নেই কোন দুরন্তপনার
একজেদি বিকালের খেলাধুলার মাঠ!
সবই জানি বয়সের কাছে হারমানো দিন;
শ্যাওলাতে পরে নয় উঠানে দ্বার কিংবা রাস্তা
তবুও রঙিন চশমা জেনো জল জল করে।

অনুভবের দিনগুলোর ইচ্ছাডানার উড়েযেতে চায়
নীলাকাশে কিংবা সবুজ চিনাজানা গাঁয়ের
মেঠোপথ কিন্তু কথায় জানি অবরুদ্ধ করা দিন
খুলা জানালা দক্ষিণা দ্বারে ফিরে যেতে চাই
অথচ সময়ের তানবাহানা বড় দুষ্টুমির খেলা করে
অতঃপর একলা হয়ে যাচ্ছে কিছু দিনগুলো।

১৩ অগ্রহায়ণ ১৪২৬, ২৮ নভেম্বর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “দিনগুলো

  1. নীলাকাশে কিংবা সবুজ চেনাজানা গাঁয়ের মেঠোপথ
    কিন্তু কোথায় জানি অবরুদ্ধ করা দিন। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।