অব্যক্ত কাব্য

বুকটা যেন বাক্যের কারাগার
কত কথা বন্দী হেথা
হয়নি বলা সে ব্যথা
বয়ে চলছে কষ্টের পারাবার।
আঁখি তুলে দেখলে না
মনের ভাষা বুঝলে না
বিষ বৃক্ষের মত সয়ে গেলাম
আশার দুয়ারে কিছু না পেলাম!
শ্রাবণের আকাশ দুটি আঁখি
জেগে কাটায় প্রতীক্ষার রাতি
পাহাড়ের কান্না ঝর্ণা হয়ে বয়
সাগরের মোহনায় মিশে রয়।
আগ্নেয়গিরি সুপ্ত এ বুকে
যায় চলে দিন ধুঁকে ধুঁকে
আসবে কি সেই আলোর প্রভাত?
তিমির রজনীর হবে নিপাত।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

6 thoughts on “অব্যক্ত কাব্য

  1. শাব্দিক এই কথোপকথন অনন্য উচ্চতার। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।