অনেক আগেই স্বপ্ন দেখেছি কিন্তু
স্বপ্ন দেখা বাড়ন করেনি কেউ- সংগোপন ছিল খুব-
তবুও স্বপ্ন দেখি বেগম পাড়ায় বাড়ি বানাছি-
ব্যাংকে টাকা রাখছি-ভরপুর সম্পদের খেলা!
একদিন সত্যই হলো অথচ দেশের মানুষগুলোর
কোন হুশ, জ্ঞান হলো না- এতো পিরিতি ভাল নয়!
কত বার চিঠি লেখেছি- ভালবাসি কথা বলেছি
শেষ বারে ধরা খেয়ে পিরিতি চোঙ্গায় উঠল-
কৃষ্ণ তলায় মৃদু চাঁদ ছোঁয়া অনুনয় করেছি
এত ঘৃণা কেনো নিশ্চুপ অথচ বেগম পাড়ার নাম
ফোটল মানুষগুলোর মুখে হাসি ফোটল, জানা জানি হলো;
অতঃপর আমার ঠিকই হলো সাড়ে সর্বনাশ।
১৬ অগ্রহায়ণ ১৪২৬, ০১ ডিসেম্বর ২০
—————————————–
দুই একটি শব্দে আঞ্চলিকতার টান লক্ষ্য করলাম প্রিয় বাউল কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
নির্মল লিপির ভালোবাসায় সিক্ত মন।
অশেষ ধন্যবাদ জানাই মহী দা