সাড়ে সর্বনাশ

2

অনেক আগেই স্বপ্ন দেখেছি কিন্তু
স্বপ্ন দেখা বাড়ন করেনি কেউ- সংগোপন ছিল খুব-
তবুও স্বপ্ন দেখি বেগম পাড়ায় বাড়ি বানাছি-
ব্যাংকে টাকা রাখছি-ভরপুর সম্পদের খেলা!
একদিন সত্যই হলো অথচ দেশের মানুষগুলোর
কোন হুশ, জ্ঞান হলো না- এতো পিরিতি ভাল নয়!

কত বার চিঠি লেখেছি- ভালবাসি কথা বলেছি
শেষ বারে ধরা খেয়ে পিরিতি চোঙ্গায় উঠল-
কৃষ্ণ তলায় মৃদু চাঁদ ছোঁয়া অনুনয় করেছি
এত ঘৃণা কেনো নিশ্চুপ অথচ বেগম পাড়ার নাম
ফোটল মানুষগুলোর মুখে হাসি ফোটল, জানা জানি হলো;
অতঃপর আমার ঠিকই হলো সাড়ে সর্বনাশ।

১৬ অগ্রহায়ণ ১৪২৬, ০১ ডিসেম্বর ২০
—————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “সাড়ে সর্বনাশ

  1. দুই একটি শব্দে আঞ্চলিকতার টান লক্ষ্য করলাম প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।