দু’দিনের মেহমান

1430236672.

মেহমান যেই আসে বাড়ি
দু’দিন থেকে যায়,
আমরা তেমন এলাম ভবে
অল্প ক্ষণের হায়।
আসা যাওয়ার এই খেলাটি
সে অনন্ত কাল,
এসেছি তাই ফিরতে হবে
এ দুনিয়ার চাল।
সত্য নিয়ে চলো সবাই
ধরো সত্য পথ,
কে জানে গো কখন তবে
থামবে জীবন রথ।
পুরনো যায় নতুন আসে
জেনো সর্বক্ষণ,
হৃদয় মাঝে সত্য ও প্রেম
শুধু অক্ষয় ধন।
নশ্বর জগে মরে না তা
সদা টিকে রয়,
যতো সৃষ্টি এই জগতে
সবই হবে ক্ষয়।

মাত্রাবিন্যাসঃ স্বরবৃত্তঃ ৪+৪+৪+১

6 thoughts on “দু’দিনের মেহমান

  1. পুরনো যায় নতুন আসে
    জেনো সর্বক্ষণ,
    হৃদয় মাঝে সত্য ও প্রেম
    শুধু অক্ষয় ধন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।