বুঝি না কতটা পর হয়েছি, জানে শুধু
পথের বাঁকে ইট পাথর ধূলিকণা, দূর্বাঘাস-
আর কিছু কুকুর, বিড়াল, ইঁদুর- তেলাপোকা, উই-
তবুও তারা অপরিচিত নয় এক আকাশের তারা;
অথচ ছোট ছোট ভুলগুলো করেছো খুব-
বুক ভাঙ্গা ঘূর্ণিঝড়- যাহা প্রতিনিয়ত ঘটে।
ভিজে যায় আমার পৃথিবী জোড়া আঁখি-
নদ ভরা জল- তবুও বুঝার কোন উপায় নেই-
কতটা করেছো পর! কখনো ভাবি ঝরা
শিমুল কিংবা পলাশ- কি ভাব? আমি বুঝি না;
অতঃপর ভেবে নিও ক্লান্তি ঘামের মাঝে-একগুচ্ছ
কৃষ্ণচূড়া কিংবা গোলাপের ঘ্রাণে নয় তো পর।
২১ অগ্রহায়ণ ১৪২৬, ০৬ ডিসেম্বর ২০
—————————————–
স্বতন্ত্র ঘরানার কবিতায় শুভেচ্ছা বাউল কবি মি. আলমগীর সরকার।
জ্বি প্রিয় মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
দুর্দান্ত লেখনী।
অশেষ ধন্যবাদ মহী দা
অসাধারণ।
অশেষ ধন্যবাদ কবি সাইদুর দা
জীবদ্দশায় কেউ এবং কোনকিছুরই পর নয়। সব এবং সবই আপন। কিন্তু আমি নিজেই একদিন পর হয়ে যাবো।
শুভকামনা থাকলো দাদা।
অশেষ ধন্যবাদ কবি নিতাই দা
সুন্দর প্রকাশ । শুভ কামনা রইলো।