নয় তো পর

705789_3

বুঝি না কতটা পর হয়েছি, জানে শুধু
পথের বাঁকে ইট পাথর ধূলিকণা, দূর্বাঘাস-
আর কিছু কুকুর, বিড়াল, ইঁদুর- তেলাপোকা, উই-
তবুও তারা অপরিচিত নয় এক আকাশের তারা;
অথচ ছোট ছোট ভুলগুলো করেছো খুব-
বুক ভাঙ্গা ঘূর্ণিঝড়- যাহা প্রতিনিয়ত ঘটে।

ভিজে যায় আমার পৃথিবী জোড়া আঁখি-
নদ ভরা জল- তবুও বুঝার কোন উপায় নেই-
কতটা করেছো পর! কখনো ভাবি ঝরা
শিমুল কিংবা পলাশ- কি ভাব? আমি বুঝি না;
অতঃপর ভেবে নিও ক্লান্তি ঘামের মাঝে-একগুচ্ছ
কৃষ্ণচূড়া কিংবা গোলাপের ঘ্রাণে নয় তো পর।

২১ অগ্রহায়ণ ১৪২৬, ০৬ ডিসেম্বর ২০
—————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “নয় তো পর

  1. স্বতন্ত্র ঘরানার কবিতায় শুভেচ্ছা বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

  2. জীবদ্দশায় কেউ এবং কোনকিছুরই পর নয়। সব এবং সবই আপন। কিন্তু আমি নিজেই একদিন পর হয়ে যাবো। 

    শুভকামনা থাকলো দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।