কালার বাঁশি

(বাংলা সনেট)
গগনেতে সন্ধ্যাতারা মিটিমিটি জ্বলে
ওপারে মেঘের ভেলা পাল তুলে চলে
দিগন্ত ছুঁয়ে যায় হেমন্তের শিশির
আকাশ জুড়ে কতই রঙের আবীর।
আধফালি চাঁদ যেন হেসে কুটি কুটি
বাগিচার গন্ধপুষ্প সুবাসিত ফুটি
নিশিজাগা পাখিরা গাইছে সুরে সুরে
হরিল হিয়া, বাজিল কার বাঁশি দূরে?

বসে কালা বৃন্দাবনে যমুনার বাঁকে
বাজায় বাঁশি আমার নাম ধরে ডাকে
কুলমান হারা করেছে যাদুর বাঁশি
ছল করে কালা পড়ালো প্রেমের ফাঁসি।
যাও গো সখি বল তারে সে যেন আসে
ময়ূরী সাজে প্রেয়সী রাধা আছে বসে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “কালার বাঁশি

  1. অভিনন্দন প্রিয় কবি। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।