চায়ের আড্ডা

4666_o

রৌদ্দুর যখন ঢুলু ঢুলু চোখে
সন্ধ্যাকে ছুঁতে যায়,
আমারও ইচ্ছে করে ছুঁয়ে দেখি
তোমার ব্যাকুল হৃদয়।

সন্ধ্যাবেলায় পাশাপাশি বসে
সারাদিনের ক্লান্তি শেষে,
উষ্ণ চায়ে ডুবিয়ে দেবো ঠোঁট
নতুন করে ভালোবেসে।

তোমার চাহনির অদ্ভুত নেশায়
ডুবে যাবো আবার,
গল্প আর আড্ডাও জমবে বেশ
হবে প্রেমও জোরদার।

চায়ের আড্ডাতেই হবে সাহিত্যচর্চা
কবিতার গল্প বুনবো,
তুমি জলন্ত কন্ঠে আবৃত্তি করবে
আমি চুপচাপ শুনবো।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

6 thoughts on “চায়ের আড্ডা

  1. একরাশ শুভকামনা প্রিয় কবি মহাশয়। সুখ সমৃদ্ধিতে অভিনন্দন রাখলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অনেক ধন্যবাদ মুরুব্বী ভাই।

      ভালো থাকুন সবসময়।

      শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।