ফিরবো তোমাকে নিয়ে……………..
.
কত দূর থেকে ভেসে আসে এক অচেনা বাঁশির সুর ব্যাকুল করে মন,
আকাশে নীল জোছনা,
মধ্যরাত ঘুমিয়ে ঘন ঝোঁপ মৃদু বাতাস,
শুকনো পাতার মর্মর ধ্বনি,
সামনে নদী পানিতে তীব্র স্রোত,
দুজন এতোটা পথ এসেছি পেরিয়ে,
ফিরে যাবোনা তোমাকে সাথে না নিয়ে
একাকীত্ব যদিও দুর্বিসহ তবুও মানিয়ে নিয়েছি বটে,
যাবোনা ফিরে ফিরবো তোমাকে নিয়ে,
সীমাবদ্ধতার অনন্যতাতেই সর্ব শিখরে এই প্রেম,
তোমার শব্দব্যঞ্জনার প্রতিটা পঙক্তিতে,
কবিতার অনুপ্রেরণায় বাক্যের অলঙ্করণে নিজেকে খুঁজি,
কত গভীর আমাদের প্রেমের গুঞ্জন,
নতুন ব্যঞ্জনা নিয়ে ভালোবাসারা ফিরে আসে,
পারিনা ওই দায়বদ্ধতার দেয়ালটাকে টপকে যেতে,
গোলাপ কাঁটার বেষ্টনী ভেদ করতে গিয়ে
ঝরালামা অনাহুত রক্ত কত !
মেঘবৃষ্টির লুকোচুরিতে হর্ষ বিষাদ দুটোই থাকে যেমন আনন্দেও অশ্রূ ঝরে,
প্রবহমান অনুভূতি গুলো মানবীয় অনুভবে বেড়াবে ভেসে নিরবধি
ইথারে ইথারে আকস্মিক হৃদয় অনুভব এসে যাবে অদৃশ্যে খুব কাছাকাছি,
পরষ্পর সংলগ্নতার অপরিহার্যতায় ভেসে যাবে
অবিরল তরঙ্গায়িত অভিলাষে,
অস্ফূট রোদনধ্বনি কেবল বায়বীয় হৃদ সংলাপের
স্মৃতি রোমন্থন করে যাবে,
অন্ধকার রাতে ঝিঁঝির এক টুকরো আলো পথ দেখাবে,
মধ্য রাতের চাঁদের আলোয় তবে খুলে দিও সব দরজা জানালা
যেন চাদের আলোর কনায় ভেসে যায় অন্ধকারের সব গ্লানি,
বসন্তের উতলা হাওয়ায় যদি উচাটন হয় মন
তবে মনটাকে আর বেঁধে রেখোনা,
ভাসিয়ে দিও তা স্বপ্ন মাতাল হাওয়ায়,
দুজন এতোটা পথ এসেছি পেরিয়ে,
ফিরে যাবোনা তোমাকে সাথে না নিয়ে…………….
— ফারজানা শারমিন
১০ – ১২ – ২০২০ ইং
অতীব সুন্দর লিখেছেন ।
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন……………….
মেঘবৃষ্টির লুকোচুরিতে হর্ষ বিষাদ দুটোই থাকে যেমন আনন্দেও অশ্রু ঝরে,
প্রবহমান অনুভূতি গুলো মানবীয় অনুভবে বেড়াবে ভেসে নিরবধি
ইথারে ইথারে আকস্মিক হৃদয় অনুভব এসে যাবে অদৃশ্যে খুব কাছাকাছি।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুভেচ্ছা নিন………………,
ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা নিন………………..
বেশ আবেগময় প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা নিন…………………