অনিবার প্রেম

(বাংলা সনেট)

যে ডালে ঘুঘুর বাসা সে ডালেই সাপ
যে নিগমে লীলা নৃত্য সে পথেই পাপ
যতনে গাঁথা কুসুম হার হলো বাসি
যারে পরিলে গলে এতটা ভালোবাসি।
কত জন হলো সাথী জীবনের পথে
বিদায় বেলায় কেউ রইল না সাথে!
জমালে কতধন করে পুকুর চুরি
কাফনের থাকলে পকেট নিতে ভরি।
শূন্য হাতে যেতে হল নিয়ে শূন্য খাঁচা
অসার হলো সব এই ভুবনে  বাঁচা।
আনন্দ কাননে মন যদি যেতে চাও
সর্বস্ব ত্যাগ করে প্রভুর কাছে যাও
জীবের হক মিটিয়ে লেনাদেনা চুকে
এক স্রষ্টার প্রেম লালন কর বুকে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “অনিবার প্রেম

  1. একচুয়ালী সনেটের স্বরূপ আমার জানা না থাকলেও আপনার লিখা আমার কাছে ভালো লাগে। অভিনন্দন এবং শুভ সকাল প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।