(বাংলা সনেট)
যে ডালে ঘুঘুর বাসা সে ডালেই সাপ
যে নিগমে লীলা নৃত্য সে পথেই পাপ
যতনে গাঁথা কুসুম হার হলো বাসি
যারে পরিলে গলে এতটা ভালোবাসি।
কত জন হলো সাথী জীবনের পথে
বিদায় বেলায় কেউ রইল না সাথে!
জমালে কতধন করে পুকুর চুরি
কাফনের থাকলে পকেট নিতে ভরি।
শূন্য হাতে যেতে হল নিয়ে শূন্য খাঁচা
অসার হলো সব এই ভুবনে বাঁচা।
আনন্দ কাননে মন যদি যেতে চাও
সর্বস্ব ত্যাগ করে প্রভুর কাছে যাও
জীবের হক মিটিয়ে লেনাদেনা চুকে
এক স্রষ্টার প্রেম লালন কর বুকে।
দারুন উপস্থাপন
অজস্র ধন্যবাদ
একচুয়ালী সনেটের স্বরূপ আমার জানা না থাকলেও আপনার লিখা আমার কাছে ভালো লাগে। অভিনন্দন এবং শুভ সকাল প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ প্রিয় মুরুব্বি।