মুষ্টিবদ্ধ হাতগুলো নাছোড়
ছুটছে রকেট গতি চেতনা রঙ আকাশের গায়ে,
প্রত্যেক সবল ধাক্কায় কেঁপে উঠছে জগদ্দল
আকাশের ফসিল মেঘস্তর জলহীন নিরুপায়,
কাঁপছে মাটি নিশ্ছিদ্র বৃংহণে,
সংখ্যার খোলস ভাঙা অগনন হাত
আগুন ছড়ায় হিম পরিমণ্ডলে।
কাটা নলির রক্ত প্লাবন
দাগ কেটে যায় ভোরের শিউলি ধানে-
এখনো!
না জন্মানো শিশু ভ্রূণ
গাঁথা বল্লম প্রান্তে পতপত উড়ে হুঁশিয়ারি
দিয়ে যায়, এখনো-
সাবধান!
দিন ভরে আছে এখন উদ্দাম দাবীতে
রাত কেটে যায় সতর্ক নিশি প্রহরায়,
সে সাপ এখনো বৃদ্ধ নয়,
কত প্রাণ চাই বুভুক্ষু সময়!
নিশ্চেষ্ট পৃথিবীর সারমেয়কুল,
একদিন যত ফুটিয়েছ হুল
একে একে ফিরে পাবে গলিত শরীরে তোমার!
4 thoughts on “প্রান্তদিনে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ ভাবনাময় কবি দা
E
অসাধারণ সৃজন প্রিয় ।
আন্তরিক শুভেচ্ছা জানাই।
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় সৌমিত্র চক্রবর্তী। শুভ সন্ধ্যা।