গোলাপ প্রিয় মন

কতটুকুই বা আর চেনা জানা হল
না জানলাম দিনরাত্রি
না জানলাম নিবিড় প্রকৃতি
কিম্বা পৌষের হাড় কাঁপানো শীতের হলুদ রৌদ্রে শিহরণ খেলে যাওয়া অরণ্য;
না চিনলাম পূর্ণিমা চাঁদের তিথি
হয়তো প্রিয় গোলাপ স্বপ্নে বিভোর ছিলাম গহন অরণ্যে;
তবু দিন ক্ষয়ে যায় পাতা ঝরা শব্দের মত
দিন শেষে কুয়াশায় ম্লান হয় প্রজাপতি স্বপ্ন,
বুকের ভেতর জমে থাকা কষ্ট গুলো বেরিয়ে এসেছে
লেখা হয়ে
হতে পারে কিছু কবিতা;
ভাল থাকুক কবিতা লেখার সকাল
ভাল থাকুক অনন্য সুন্দর বিকেল
ভাল থাকুক অরণ্যে জ‍্যোৎস্নার শিহরণে জেগে ওঠা দিনরাত্রি!

4 thoughts on “গোলাপ প্রিয় মন

  1. ভাল থাকুক কবিতা লেখার সকাল
    ভাল থাকুক অনন্য সুন্দর বিকেল
    ভাল থাকুক অরণ্যে জ‍্যোৎস্নার শিহরণে জেগে ওঠা দিনরাত্রি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।