প্রিয়_দেশ

1263_n

একাত্তরে জন্ম হলে হয়তো
আমার নাম বিজয় হত।
এ নামের ভার কী বহন
করতে পারতাম! বিজয় বিহীন
নাম ছাড়া যে ভার, সেটাই কি
বহন করতে পারছি!
দেশ আমাকে এত দিল
আলো, বাতাস, শ্বাস
বিনিময়ে আমি কী দিলাম!
আমি কী হতে পেরেছি
দেশের যোগ্য সন্তান,
আমি কী দিতে পেরেছি
সঠিক পরিচর্যা!
দেশের ঋণ রক্ত বিক্রি করেও
শোধ করতে পারবনা
আমার চামড়ায় দেশের জুতা
বানালেও দেশের ভালবাসার
পরিশোধ হবে না।
তাঁরা চেষ্টা করেছে, বুকের রক্ত ঢেলে
ধুয়েছে মায়ের পা, তাঁরা নমস্য।
তাঁদের জন্য দেশের মাথা উঁচু হয়
তাঁদের ধারণ করতে পেরে
দেশ গর্বিত, তাঁরা দেশের যোগ্য সন্তান।
আমি, আমরা তাঁদের নখের যোগ্য নই
তবু কাঁদি, প্রাণ কেঁদে ওঠে।
হে প্রিয় দেশ, অযোগ্য সন্তানেরে ক্ষমা করো
অক্ষম সন্তানেরে ক্ষমা করো।

3 thoughts on “প্রিয়_দেশ

  1. হে প্রিয় দেশ, অযোগ্য সন্তানেরে ক্ষমা করো
    অক্ষম সন্তানেরে ক্ষমা করো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. খুব সুন্দর কবি দা অনেক বিজয় দিবসের শুভেচ্ছা রইল

মন্তব্য প্রধান বন্ধ আছে।