বাবাগন্ধ

বাবা যে পথে হেঁটে ছিলেন সেই পথে হাঁটলে
আজো আমি বাবার গন্ধ পাই
বাবার রেখে যাওয়া ঘর
আদর আদর
রেখে যাওয়া লাঠি, খাতা – কলম – বাটি
ভালোবাসার খুঁটি – প্রথম জোর
বাবা যেখানে বসেছিলেন
ধ্যানে – কর্মে – জ্ঞানে
সেখানে বসলে বাবা বাবা গন্ধ ভেসে আসে
পৃথিবীর কোন বাবা-ই বেঁচে থাকেন না
শুধু বাবা-র গন্ধগুলো সন্তানরা বয়ে নিয়ে বেড়ায়।

3 thoughts on “বাবাগন্ধ

মন্তব্য প্রধান বন্ধ আছে।