যাও!
তুমি তো কেবল যেতেই এসেছিলে।
মিছেই শুধু থেকে গেলে কিছুকাল।
এতো আয়োজন; এতো জঞ্জাল!
মিছেই বাড়ালে মায়া!
গড়ালে জল যতটুকু, জড়ালে তারো অধিক।
পথের বাঁকে বাঁকে চিহ্ন পরে রয়। অস্ফুট হাসি,
বেদনার রাশি, মায়ার ঝাড়বাতি শূন্যেই নিভে যায়।
তুমি সেই ছায়াহীন কায়া।
হয়তো থেকে যাও গভীর ক্ষতে…
আরো কিছু কাল, কিছু সময় কোন মতে;
শান্ত দিঘীর বুকে ঢিলে জাগা ঢেউ, কতো আর
তরঙ্গে ভাসে! গ্রহণের চাঁদ পূর্ণ আলোয় কী হাসে!
কালের গহবরে সব মুছে যাবে।
বাতাসে উড়া ধূলিকণার কেউ কী রেখেছে খবর।
থাকতে আসনি তুমি! থাকবেনা এই ধরনীও
যাও …
ক্ষতি কী! একদিন তুমিও অনিচ্ছায় হয়েছিলে বরণীয়!
3 thoughts on “যেতেই তো এসেছ!”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আরো কিছু কাল, কিছু সময় কোন মতে;
শান্ত দিঘীর বুকে ঢিলে জাগা ঢেউ, কতো আর
তরঙ্গে ভাসে! গ্রহণের চাঁদ পূর্ণ আলোয় কী হাসে!
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
অসাধারণ! ভালো লাগলো।