ষড়্ঋতুর নিয়ম ভেঙে শীত এলো বর্ষার শেষে,
মহাকাশ ধূলোয় লুটালো পরিবর্তন আসবে বলে;
নীল অপবিত্রতা মিশে গেল
নিষিদ্ধ মায়া আর নীচতার পদতলে।
মানুষ ফুরিয়ে গেছে না কি মনুষ্যত্ব?
আলো আসবে বলে
নিভে গেছে সব দীপ,
মুছে দিয়ে অকৃত্রিম হাসি
জ্বেলে গেছে ধিক!
ষড়্ঋতুর নিয়ম ভেঙে শীত এলো বর্ষার শেষে,
মহাকাশ ধূলোয় লুটালো পরিবর্তন আসবে বলে;
নীল অপবিত্রতা মিশে গেল
নিষিদ্ধ মায়া আর নীচতার পদতলে।
মানুষ ফুরিয়ে গেছে না কি মনুষ্যত্ব?
আলো আসবে বলে
নিভে গেছে সব দীপ,
মুছে দিয়ে অকৃত্রিম হাসি
জ্বেলে গেছে ধিক!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা রইলো প্রিয় কবিবরেষু।
অপূর্ব লিখেছেন