অণুগল্প : মোবাইল

বাসের সুপারভাইজার যখন ভাড়া চাইলো তখন প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি তাড়াহুড়া করতে গিয়ে ম্যানিব্যাগটা ফেলে এসেছি। হায়, এখন উপায়? পাশে সিটে বসা ভদ্রলোক আমার মুখের ভাবখানা দেখে বিষয়টা বুঝতে পারলেন যে, আমি মহা ফাঁপড়ে পরে গেছি। তিনি নিজের পকেট থেকে চকচকে বিশ টাকা দিয়ে দিলে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম।

নতুন বাজার থেকে যাচ্ছি গুলিস্তান। বাসে প্রচণ্ড ভীড়। এতো লোক থাকার পরেও কেউ এগিয়ে না এলেও পাশের সিটে বসা এই চিকনা ধরণের লোকটার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল।

বুকপকেটে মোবাইলটা রেখে ধপ্ করে বসে পড়লাম সিটে। কখন যে চোখদুটো বন্ধ হয়ে গিয়েছে টের পাইনি। ঘুম ভাঙলো সুপারভাইজারের ডাকে। চোখ মেলে দেখি পাশে বসে থাকা চিকনা ভদ্রলোকটি আর নেই। বাস থেকে নেমে পকেটে হাত দিয়ে চোখদুটো এবার কপালে উঠলো আমার! হায়, আমার মোবাইলও হাওয়া! সুপারভাইজারের কাছ থেকে মোবাইল নিয়ে আমার নাম্বাটিতে ফোন দিলাম। সুন্দর মেয়েলি কণ্ঠে কেউ একজন বলছে “দুঃখিত, এই মূহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন”।

আমি আর চেষ্টা করি না। কেননা, কষ্টে থাকলে মেয়ের সুন্দর কণ্ঠও বিষের মতো মনে হয়। বিশ টাকার বিনিময়ে আমার চৌদ্দ হাজার টাকার সেটটা চলে গেল। ঠা ঠা রোদ মাথায় নিয়ে হাঁটতে থাকি পিচঢালা পথে। একাকী, আনমনে। মোবাইলের বদলে রোদটাকে সঙ্গী করে।

5 thoughts on “অণুগল্প : মোবাইল

  1. অণুগল্পে মুগ্ধ হলাম কবি এবং গল্পকার মি. মোকসেদুল ইসলাম। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. হায়রে কপাল! ঐ চিকনা লোকটার কচকচে নোট খানার মধ্যেই কোনও যাদুকরী মহৌষধ ছিল বলে মনে হয়! তাই রাস্তাঘাটে চলতে ফিরতে অচেনা কারোর দান-খয়রাত গ্রহণ করতে নেই। আশা করি ব্যাপারটা বুঝতেও পেরেছেন! 

    শুভকামনা থাকলো। 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।