মানুষ জন বন্দী এবার
মানুষ জন বন্দী এবার
সাজা পাচ্ছে নির্মমতার
কি অপূর্ব বৈচিত্র্য তার
সর্বত্রই তবু দুষণে ভার।
মানুষ জন বন্দী এবার
দুষণে বেহাল মৃত্তিকার
ধ্বংস করেছি জলাধার
মুক্ত বায়ু পাই না আর।
মানুষ জন বন্দী এবার
প্রকৃতি হয়ে গেছে দুর্বার
শব্দদূষণ কম বেশুমার
বায়ুদূষণও কোথা আর।
মানুষ জন বন্দী এবার
খাবে বনানী সাধ্য কার
নিসর্গ সেজেছে আবার
বন্দ কর যুদ্ধ করোনার।
মানুষ জন বন্দী এবার
খাবে বনানী সাধ্য কার
নিসর্গ সেজেছে আবার
বন্দ কর যুদ্ধ করোনার।
বেশ বাস্তবতার মুখোমুখি সুন্দর ভাবনা কবি দা
অত্যন্ত সাবলীল ভাবে সাজানো লেখাটি ।
বেশ সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন, কবি। পাঠে মুগ্ধ হলাম।
শুভকামনা থাকলো।