পুরাতন আবার নতুন রূপে সাজালে কেমন হয়,
বল স্বার্থপর- প্রবাহ মান রক্তের বিন্দুতে- বিন্দুতে স্বার্থপর-
মৃত্যুর দীর্ঘশ্বাস সেখানেও নাকি হাতছানি স্বার্থপর;
অবুঝ শিশু দুধের ফোটা খুবি ভাল চিনে- বুঝেছো স্বার্থপর !
জন্মসন্ধী দেহ নাড়াচাড়া স্বার্থপর;
দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থতার কারণ গলা পর্যন্ত
ঢেউ তুলে স্বার্থপর- দুর্নীতি ঘুষ বলে দেয় ডান হাত কে
বাম হাত আরও আরও স্বার্থপর- আদর্শ শুধু মুখের বলি
থু থু ফেনানোর দুর্গন্ধময় নিজে বুঝে না স্বার্থপর-
তাহলে যাবো কথায় চারপাশটা দেখছি আর দেখছি-
এ কেমন স্বার্থপর- পুরাতন কথায় ঝাঁঝাল স্বপ্নময় আর নয়-
আর নয় স্বার্থপর- সোজা হও- সামনে দাঁড়াও-সব ছাড়-
নিজে নিজেই গড় এক দীপ্তিময় নিঃস্বার্থপর।
০৬ পৌষ ১৪২৬, ২১ ডিসেম্বর ২০
————————————-
আর নয় স্বার্থপরতা- সোজা হও- সামনে দাঁড়াও-সব ছাড়-
নিজে নিজেই গড় … এক দীপ্তিময় নিঃস্বার্থের নজির।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
চমৎকার ভাবনার প্রকাশ।
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
অসাধরণ লিখেছেন, দাদা।
জ্বি প্রিয় কবি নিতাই দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———