গোপণ দরজার ওপারে

শীত আসে, শীত ফিরে যায়
পাঁচ ওয়াটের সিএফএলের টিমটিমে আঁচে
সন্ধ্যে নেমে এলে জীর্ণ গালে ফুটিফাটা ঠোঁটে
পারমিতাদের রঙ মাখার গোধূলিনামচা।
ওপাশে মাসির কবলে কোনো এক খদ্দেরের নৈশ
উপহার দুলে দুলে ফ্রী প্রাইমারীতে ব্যস্ত।
মেঘ আসে মেঘ যায় ব্যাস্তানুপাতিক নিয়মে,
কবেকার কিছু ঝাপসা মুখ ডানা ঝাপটায়
ছিদ্রযুক্ত অবসরে খোয়ারি ভাঙা কোলাহলের মাঝে।

কিশোরী উড়ন্ত ফ্রক, নিষ্পাপ মুখোশের বজ্জাত আড়াল
গ্রাম থেকে শহর উজান পদযাত্রায় স্বপ্ন গড়া
স্বপ্ন ভেঙে অ্যাসফল্টের হাজার টুকরোয় ছড়িয়ে
ছড়িয়ে ছড়িয়ে একসময় জল শুকিয়ে কাঁটাগাছ।

পারমিতাদের বিছানায় অজস্র দাগে আজ আর
চেনাই যায়না ভালোবাসার সূক্ষ্ম স্নেহ,
উদগ্র কামনায় ক্ষইতে ক্ষইতে যখন
রাত্রি শেষ হয়ে আসে, শুরু হয় আরো এক ঝাপসা সকাল,
অগুনিত প্রতিশ্রুতির বেড়াজালে পাক খেতে খেতে
পাক খেতে খেতে একটা বিবর্ণ মূহুর্তে নড়াচড়াও ক্লান্ত,
মাকড়সার চুষতে থাকা শেষ বিন্দু দেহরস
বেরিয়ে গেলে চোখজুড়ানো শান্তি নেমে আসে,
পারমিতারা সমস্ত কুলাচার মেনে চোখ বোজে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

3 thoughts on “গোপণ দরজার ওপারে

  1. চমৎকার কবিতায় অভিনন্দন প্রিয় সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।