কৌতূহল

এই যে শিশু
ভাবছ কিছু
তাকিয়ে গগনে প্রাণে
ও পথিক ভাই
এই গগনের তারকারাজির হিসাব কি,
এই ধরার কি কেউ জানে
আমি তো জানিনে বাপু।

শোন শোন পথিক ভাই বলি তোমারে
সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় শূন্যে কি করে
এই প্রশ্নটি রইল পথিক ভাই তোমার তরে
জানো নাকি
না, না বাপু।

ও পথিক ভাই
সন্ধা হলে আঁধার নামে আলোর মাঝারে
চাঁদনী রাতে জোনাকিরা আলো জ্বালে কেমন করে
জানো নাকি
না,না বাপু।

ও পথিক ভাই
গগন পথে সকল পাখি উড়ে কেমনে
বিমান, উড়োজাহাজ চলে নাকি তেমনে
জানিনে বাপু।

রচনাকালঃ
০৬/১১/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “কৌতূহল

  1. লিখাটিকে ছড়া অথবা গীতিকাব্য দুটোই বলা যেতে পারে। শুভেচ্ছা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুম ঠিক বলেছেন প্রিয় কবি 

      সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল প্রিয় কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল সদা প্রিয় কবি 

      ভালো থাকুন সদা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।