অনেকদিন ব্রহ্মপুত্রের কাব্যশ্রী দেখি না
যেমন দেখি না আজন্মের পৈতৃক ভিটা
পেছন বাড়ির ক্ষেতের ধানের চিটা
ধূলো পড়তে পড়তে স্মৃতিরাও কালশিটা!
জীবনের ব্যস্ত সড়কে কেবল অথৈ যানজট
বঊ, ছেলে, মেয়ে সবাইকেই “হ্যা”বলতে হয়
কখনো বলতে পারি না এবার “নট”!
তবুও একটু একটু করে আমার দেনা বাড়ে
ভয়ে হাত দিই না হিসাবের খাতা
বাবার কথা খুউব খুউব মনে পড়ে
মাথার উপর থেকে কোথায় হারিয়ে গেলো
বিশ্বস্ত ছাতা।
4 thoughts on “বিশ্বস্ত ছাতা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনন্য লেখনী
অসাধারণ কবিতা উপহার প্রিয় কবি। শুভেচ্ছা জানবেন।
কবিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
এমনই তো হচ্ছে, দেখা যাচ্ছে।
শুভকামনা সবসময়।